কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকসহ কুখ্যাত এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত শামছুলের কাছ থেকে এসময় ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি দল রবিবার ভোররাতে উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা নাখরাজ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এতে কুখ্যাত মাদক কারবারি শামছুল হককে আটক করে। এ সময় তার নিজ বাড়ি থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে রবিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ