সিংগাইর ও হরিরামপুর উপজেলা এবং সদরের তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসন। এ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের ৪ নেতা (সতন্ত্র)।
আওয়ামী লীগের যারা সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তারা হলেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাহিদ আহম্মেদ টুলু, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল, জেলা আওয়ামী লীগের সদস্য সিংগাইর উপজেলার সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান ও সাহাবুদ্দিন আহমেদ।
এছাড়া এ আসন থেকে যারা নির্বাচন করছেন তারা হলেন, এ কে এম ইকবাল হোসেন (বিএনএম) নোঙ্গর, একে নাহিদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি) ফেরদৌস আহমেদ আসিফ (বাংলাদেশ তরিকত ফেডারেশন), তানভীর হাসান (বাংলাদেশ কৃষক শ্রমীক জনতা লীগ) এবং জাকির হোসেন (বাংলাদেশ কংগ্রেস)।
মানিকগঞ্জ ৩ আসনে সতন্ত্র প্রার্থী না থাকায় শক্ত অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তবে এ আসনে মফিজুল ইসলাম খান কামাল (গণফোরাম) উদীয়মান সূর্য্য প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জহিরুল আলম রুবেল। এ ছাড়া এ খালেক (বিএনএম), মোয়াজ্জেম হোসেন খান মজলিশ (তৃণমূল বিএনপি), এম হাবিবুল্লাহ (বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ) মাঠে রয়েছে।
মানিকগঞ্জ ১ আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী যুবলীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ। এ আসনে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে স্থানীয়রা জানান।
বিডি প্রতিদিন/হিমেল