'দৃশ্যে সত্য, শব্দে শক্তি, ছবির মাধ্যমে সত্যের অভিমুখ' এই শ্লোগানে গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৭ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (৩১ডিসেম্বর) দুপুরে নাট্য সংস্থার হলরুমে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কুদ্দুস আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলামের সঞ্চালনয় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র মতলবুর রহমান, দেশ টিভির প্রতিনিধি প্রবীণ সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, সাংবাদিক রজত কান্তি বর্মন।
এসময় সংগঠনের সকল সদস্য ও জেলার বিভিন্ন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে গাইবান্ধা জেলায় কর্মরত চিত্র-সাংবাদিকদের নিয়ে গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়।
বিডি প্রতিদিন/হিমেল