ফেনী-১ আসনের নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, জনগণের জন্য কাজ করাই আমার প্রথম ও প্রধান লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের জন্য কাজ করব। আমার প্রত্যাশা ভোটাররা কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিবে।
রবিবার বিকালে ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন আলাউদ্দিন নাসিম।
এ সময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মজুমদার।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এনামুল হক মজুমদার, যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত