চীনের অর্থায়নে ১০০০ শয্যার প্রস্তাবিত মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবিতে গণজমায়েত ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর সাধারণ মুসল্লিদের ব্যানারে শহরের জজ কোর্ট এলাকায় গণজমায়েত শুরু হয়।
পরে আলাদা আলাদা ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে জড়ো হয় মুসল্লিরা। পরে সেখানে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালে পঞ্চগড়ে চীন ও বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্যোগে ১ হাজার শয্যার একটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলেও নানা ষড়যন্ত্র ও ভারতীয় মিডিয়ার নানা গুজবের কারণে তা আলোর মুখ দেখেনি। এখনো ওই হাসপাতাল করার ৩৫ একর জমি পড়ে রয়েছে। এছাড়া জেলায় ১ হাজার শয্যার হাসপাতাল করার মতো খাস জমিও রয়েছে। তাই চীনের এই হাসপাতাল পঞ্চগড়ে করার দাবি জানান তারা।
এসময় তারা আরও বলেন, পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও হাসপাতালটি হলে শুধু উত্তরাঞ্চল নয় নেপাল, ভুটান ও ভারতের একটি অংশের মানুষ পড়াশোনার পাশাপাশি চিকিৎসা সুবিধা নিতে পারবে। এলাকাটি চিকিৎসার প্রাণকেন্দ্রে পরিণত হবে। বাড়বে সরকারের আয়।
কর্মসূচিতে বিভিন্ন মসজিদের খতিবদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মাজেদুর রহমান, শাহিনুল ইসলাম, হারুন অর রশিদ, দেলোয়ার হোসেন, লিয়াকত আলী ও ময়নুল ইসলাম এবং মুসল্লিদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন রণিক ও তোফায়েল প্রধান।
বিডি প্রতিদিন/হিমেল