‘ওয়াহিদ, কাদের, মাহফুজ শহীদদের-আমরা তোমায় ভুলি নাই’ এ শ্লোগানে প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার যথাযথ মর্যাদায় কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ী দিবস পালিত হয়েছে। দিবসটি ঘিরে মর্যাদার সাথে এলাকাবাসীর উদ্যোগে সকাল ১০টায় বড়াইবাড়ী সীমান্তে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, র্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার রৌমারী-রাজিবপুর এলাকার কুড়িগ্রাম-৪ আসনের সাবেক এমপি এডভোকেট মো: রুহুল আমিন। এতে বক্তব্য রাখেন সাবেক বিগ্রেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বীর প্রতিক, সাবেক কর্ণেল মো. জয়নাল আবেদীন, সাবেক কর্ণেল মো. জাকারিয়া হোসেন, সাবেক লে. ও লেখক সাংবাদিক আবু রুশদ, সাবেক মেজর মো. জামাল হায়দার,সাবেক মেজর মো.আব্দুর রবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল