কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের কক্সবাজার সদরের খরুলিয়া এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সাহাব উদ্দিন (২৭) নাম এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৯টায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কক্সবাজার অভিমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল আরোহী সাহাব উদ্দীন। তিনি একজন হোটেল ব্যবসায়ী বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ