নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর চর ফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আজ শনিবার সকালে গ্রামীণ ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা খেলা, ফুটবল খেলাসহ বিভিন্ন গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়েছে।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত সমৃদ্ধি কর্মসূচি অধীনে এই খেলা অনুষ্ঠিত হয়। সংস্থার ব্যবস্থাপক মোঃ গোলামুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইসলাম।
বিভিন্ন ইভেন্টে প্রবীণ, যুব, কিশোর ও শিক্ষা সহায়তা কেন্দ্রের ছাত্র-ছাত্রীরা সতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। সমৃদ্ধি সমন্বয়কারী মুশফিকুর রহমানের উপস্থাপনায় প্রবীণদের হাঁড়ি ভাঙ্গা, নৃত্য, সংগীতসহ প্রতিটি ইভেন্টে অংশগ্রহণকারীদের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠানটি চলবে।
বিডি প্রতিদিন/এএ