ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হাসিব মোল্লা (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার সকালে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে পুলিশ মরদেহটি থানায় নিয়ে যায়। দুপুরে ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হাসিব মোল্লা ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার এসএসসি পরীক্ষা চলমান ছিল।
নিহতের মা বিউটি বেগম জানান, রাত আনুমানিক ১২টার দিকে ছেলেকে পড়তে বসা অবস্থায় রেখে তিনি নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন। পরে রাত ৩টার দিকে ছেলের রুম থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে গিয়ে দেখেন, হাসিব টিনের ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তার আর্তনাদে বাড়ির অন্যান্য সদস্যরা ছুটে এসে হাসিবকে নিচে নামান এবং তাৎক্ষণিকভাবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. আজাদ উজ্জামান বলেন, “মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
বিডি প্রতিদিন/আশিক