দুর্দান্ত সব অ্যাকশন ছবিতে অভিনয় করে এখন ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত আর্নল্ড শোয়ার্জনেগার। এখনো ভক্তদের মনে আর্নল্ডই সেরা অ্যাকশন হিরো। অভিনয় থেকে তিনি দূরে থাকলেও ইচ্ছাটা মরে যায়নি। এখনো অভিনয় করতে চান তিনি। তাই সম্প্রতি এই তারকা এক সাক্ষাৎকারে বলিউডে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন।
আর্নল্ড অভিনীত 'স্যাবোটাজ' ছবিটি মুক্তি পাবে ২৮ মার্চ। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারতেও মুক্তি পাবে ছবিটি। এ উপলক্ষে ছবির প্রচারণার কাজে ভারতে আসেন তিনি। সেখানেই একটি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে আর্নল্ড বলেন, 'ভালো চিত্রনাট্য ও পরিচালক পেলে বলিউডে অভিনয় করব।'