কমিক্স ভক্তদের কাছে জনপ্রিয় চরিত্র ‘ওলভারিন’। খুব শিগগিরই ‘ওলভারিন’ সিরিজের তৃতীয় ছবির নির্মাণ কাজ শুরু হবে। হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যান ভক্তদের জন্য আবারো রুপালি পর্দায় ফিরছেন। ‘ওলভারিন’র আগের দুটি সিরিজের মতো তৃতীয় ছবিটিতেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি।
২০১৭ সালের ৩ মার্চ মুক্তি পাবে ‘ওলভারিন’ সিরিজের তৃতীয় ছবিটি। গত বছরের ২৪ জুলাই ‘ওলভারিন’ সিরিজের দ্বিতীয় ছবিটি মুক্তি পায়। সারাবিশ্বে ৪১৪.৮ মিলিয়ন ডলার আয় করে ছবিটি। ‘ওলভারিন’ সিরিজের প্রথম ছবিটি মুক্তি পায় ২০০৯ সালের ২৯ এপ্রিল।