হলিউডের জনপ্রিয় নায়িকা কেট উইন্সলেট মেকআপ ছারাই স্বাচ্ছন্দ্যবোধ করেন। আর ভারি মেকআপ করতে একেবারেই ভালোবাসেন না।
কেট উইন্সলেট জানান, তার সন্তানরা তাকে মেকআপে দেখতে একেবারেই পছন্দ করে না। তিনি নিজেও মেকআপ করা পছন্দ করেন না। বিশেষ করে চোখে ভারি স্মোকি মেকআপ করতে একেবারেই অপছন্দ এই তারকার।
কেট আরো বলেন ‘আমার সন্তানরাই আমার সব চাইতে বড় সমালোচক। কিসে আমাকে মানায়, কিসে মানায় না সব কিছুই তারা আমাকে বলে। আমি মেকআপ করলেই তারা আমাকে বলে চোখের এসব মেকআপ ছাড়াই আমাকে বেশি সুন্দর দেখায়’।