পারিশ্রমিক কমিয়ে নতুন একটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়েছেন সাইফ। এক সময় এই সাইফই আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি করায় এ পর্যন্ত একাধিক বিজ্ঞাপনের সুযোগ হারিয়েছেন। অথচ তাকে সম্মানজনক পারিশ্রমিকের প্রস্তাব করেছিলেন এসব বিজ্ঞাপনের মালিকরা। সেসব প্রস্তাব হেলায় প্রত্যাখান করেছিলেন তিনি।
প্রতিটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হতে সাইফ সাড়ে চার কোটি রুপি করে নেন। তবে এই বিজ্ঞাপনটিতে চুক্তিবদ্ধ হতে সাইফ পারিশ্রমিক হিসেবে মাত্র দেড় কোটি রুপি নিয়েছেন। আর এ নিয়েই শুরু হয়ছে নানা জল্পনার।
অনেকের ধারনা, এই মুহূর্তে সাইফের হাতে কোনো বিজ্ঞাপনের চুক্তি নেই। তাই সে এই বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হন। তবে সাইফের ঘণিষ্ঠদের দাবি, পণ্যের ধরণের ওপরই সাইফের পারিশ্রমিকের হার নির্ভর করে। বিজ্ঞাপন কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে সাইফ অনেক বেশি খুঁতখুঁতে।