'রাগিনি এমএমএস' ছবি মুক্তি পেতেই ছবির নায়িকা সানির প্রোমোশনে কোনও বিরতি নেই। ছবিকে আরও বেশি ব্যবসাসফল করানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সানি লিওন। গতকাল রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে টিকিট কাউন্টারে পৌঁছে গেলেন সানি।
কাউন্টারে দায়িত্বরত লোকদের সরিয়ে নিজেই শুরু করলেন টিকিট বিক্রি। মুহূর্তে খবরটি চারদিকে ছড়িয়ে পড়লো। সিনেমা হলের সামনে মানুষের ভিড় বাড়তেই থাকলো। সানিকে সামনে থেকে এক নজর দেখার জন্য দর্শকদের লম্বা লাইন দেখা গেল। একে একে সবাইকে টিকিট দিলেন সানি।
এখানেই শেষ নয়, লাকি ড্রয়ের ব্যবস্থাও ছিল। পঞ্চাশ থেকে ষাট নম্বর মোট দশজন দর্শকের পাশে বসে নিজের ছবি দেখবেন সানি। আর সেই পঞ্চাশ থেকে ষাট নম্বরে আসার জন্য তুমুল উত্তেজনা সিনেমা হল জুড়ে। এমনকি ভিড় সামলাতে সিনেমা হলের সামনে উপস্থিত হতে হলো মুম্বাই পুলিশ ও বিশেষ নিরাপত্তারক্ষীদের।