প্রায় ৬ বছর পর আবার চলচ্চিত্র নির্মাণ করছেন প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ। তার এবারের চলচ্চিত্রের শিরোনাম- 'বিপজ্জনক ভালোবাসা'। চ্যানেল ফাইভ নিবেদিত ও বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত এই চলচ্চিত্রে অভিনয় করবেন ঐশ্বর্য বীরজান, শ্রীনূর, মামুন, সেন্ড্রি, সাব্বির, তানিয়া রহমানসহ অনেকে। চলচ্চিত্রের পাণ্ডুলিপি তৈরি করেছেন নির্মাতা নিজেই। রবিবার সন্ধ্যায় শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে এ চলচ্চিত্রের মহরত ঘোষণা করেন নায়করাজ রাজ্জাক। এ সময় এ রহমান বাবুলের সংগীত পরিচালনায় গানে কণ্ঠ দেন উপমা। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত 'প্রতিবাদী হেডমাস্টার' ছিল ছটকু আহমেদ নির্মিত সর্বশেষ চলচ্চিত্র।