স্বাধীনতার মাসে স্টেজ মাতাতে আসছেন জনপ্রিয় ব্যান্ডদল প্রমিথিউজ। তারই ধারাবাহিকতায় ২৬ মার্চ শ্রীমঙ্গলে 'গ্র্যান্ড সুলতান হোটেল, ২৭ মার্চ কঙ্বাজার ও ২৯ মার্চ চৌদ্দগ্রামে স্টেজ পারফর্ম করবে প্রমিথিউজ। এ প্রসঙ্গে প্রমিথিউজের ব্যান্ড প্রধান বিপ্লব বলেন, যেহেতু এটি স্বাধীনতার মাস, আমরা চেষ্টা করব আমাদের স্বাধীনতার কিছু গান গাওয়ার জন্য। এ ছাড়া আমাদের জনপ্রিয় গানগুলো তো থাকছেই। আমরা ২৬ মার্চ নিয়ে একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছি, এটি সরাসরি দেখা যাবেwww.prometheustube.com এ আর গানটি ডাউনলোড করা যাবে www.levelzerodb.com.