সংগীতে বিশেষ অবদান রাখার জন্য এ বছর স্বাধীনতা দিবস সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী। গতকাল বিকাল ৪টায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেওয়া হয়। স্বাধীনতা দিবস সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, 'গান গেয়ে আমার জীবনে এ পর্যন্ত বহু পুরস্কার এবং সম্মাননা লাভ করেছি। এসব সম্মাননা ও পুরস্কার গানের প্রতি আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।
তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার কিংবা সম্মাননা পেলে বেশি গর্বিত হই। কেননা যে কোনো বিদ্যাপীঠ মানুষের মনে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য সর্বদা কাজ করে থাকে।'