প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী নন্দা। আজ মঙ্গলবার সকালে মারা গেছেন ৭৫ বছরের এই অভিনেত্রী। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
তিনি বলিউডে পা রেখেছিলেন শিশুশিল্পী হিসেবে। নন্দা মারাঠি অভিনেতা-পরিচালক বিনায়ক দামোদর কর্ণাটকির কন্যা। ভি সান্তারামের ছবি 'তুফান অওর দিয়া' ছবিতে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন নন্দা।
১৯৯২ সালে মনমোহন দেশাইয়ের সঙ্গে বাকদান হয় নন্দার। দু`বছর পর নিজের বাড়ির ছাদ থেকে পড়ে মারা যান মনমোহন। তারপর আর বিয়ে করেননি তিনি।