পরিচালক মৃত্যুঞ্জয় দেবব্রতের ছবি 'চিলড্রেন অফ ওয়ার'-এ মধ্য দিয়েই বাংলাদেশের প্রেমে পড়ে গেলেন অভিনেত্রী রাইমা সেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রেক্ষাপট করে তৈরি হওয়া এই ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন তিনি।
রাইমা জানান, 'চিলড্রেন অফ ওয়ার'-এর হাত ধরেই বাংলাদেশকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। ছবিতে অভিনয় করার সময় মুক্তিযোদ্ধাদের সম্পর্কে অনেক কিছু জানলাম। বাংলাদেশের মানুষের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছে।
ছবিতে রাইমা, ইন্দ্রনীল ছাড়াও অভিনয় করেছেন ফারুখ শেখ। এটাই ফারুখ শেখের অভিনীত শেষ ছবি। ছবিতে রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও পবন মালহোত্রা।