'পিকু' সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে অসম প্রেমের গল্পের ওপর। অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করতে চলেছেন দীপিকা। এই খবর অনেকেই জানেন। কিন্তু নায়ক হতে যাচ্ছেন কে? এই ছবিতে ইরফান হতে চলেছেন দীপিকার প্রেমিক!
একদিকে অমিতাভ হচ্ছেন দীপিকার বাবা, তো অন্যদিকে ইরফান হতে চলেছেন দীপিকার প্রেমিক! গল্পে থাকবে অসম বয়সের প্রেমের ছোঁয়া। সঙ্গে মেয়ে ও বাবার সম্পর্কও ফুটে উঠবে পিকুর গল্পের মধ্যে দিয়ে।
সুজিত সরকারের মতে, "পিকু ছবির মধ্যে ফুটে উঠবে জীবনের নানা ভাগের ছবি৷ কখনও তা উপস্থাপিত হবে অমিতাভের জীবনের মধ্যে দিয়ে, কখনো দীপিকা আবার কখনো প্রকাশ পাবে দীপিকা ও ইরফানের চরিত্রে মধ্যে দিয়ে।"
উল্লেখ্য, এপ্রিল মাসের শুরুতে ইরফান-দীপিকাকে নিয়ে শুরু হবে এই ছবির শুটিং।