স্বাধীনতা দিবসে দুবাই মাতালেন ক্লোজআপের পাঁচ শিল্পী। ২৬ মার্চ রাতে এনটিভি ও অপশন বাই সঞ্জিব কাপুর যৌথ আয়োজনে গালা ডিনার ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বদেশী সংস্কৃতিকে বিদেশের মাটিতে নবরূপে তুলে ধরলেন সফররত শিল্পীরা। স্বাধীনতা দিবস ও এনটিভির দুবাই কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে তিন দিনের দুবাই সফরে আসেন ক্লোজআপ ওয়ান ২০১২-এর সেরা পাঁচ শিল্পী কেয়া, রিতুরাজ, সিঁথি, বাবু ও শেফালী। তাদের সঙ্গে ছিলেন 'হাসো সিজন টু'র তারকা তারেক ও নবাগত চিত্রনায়িকা রথি ও অনন্যা। ক্লোজআপ তারকাদের গান, তারেকের মজার মজার কৌতুক অভিনয় আর রথি ও অনন্যার নৃত্যে মধ্যরাত পর্যন্ত মুখরিত ছিল দুবাইয়ের বিখ্যাত মুভেনপিক বলরুম।
উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন এনটিভি চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু, ফুজিরাহ রাজপরিবারের সদস্য শেখ আবদুল্লাহ বিন সারকি ও দুবাই রাজপরিবারের শেখ আওয়াদ বিন মেজরিন, অপশন বাই সঞ্জিব কাপুরের চেয়ারম্যান মো. সাইদ হোসেন, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির, এনটিভি দর্শক ফোরামের সভাপতি মো. রাজা মলি্লক। প্রবাসীদের উদ্দেশে এনটিভি চেয়ারম্যান বলেন, 'আপনাদের সব সমস্যা সমাধানসহ ভিসা বন্ধের মতো জটিলতা নিরসনে এনটিভি সোচ্চার ভূমিকা রেখেছে এবং রাখবে। এনটিভি দেশের জনগণ ও বিদেশে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশির জন্য উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। আর সুবিধার জন্য এনটিভি মধ্যপ্রাচ্য কার্যালয় করেছে।'