প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালাম, মালায়লাম ছবির জনপ্রিয় অভিনেতা মোহনলাল, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কপিল দেব ও বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান, এই চারজনের ছবি একই পোস্টারে। যা ইন্টারনেটে বহুলভাবে প্রচার করা হচ্ছে। এই পোস্টারে ছবির নিচে লেখা 'লেজেন্ড অ্যাকসেপটেড আপ'। যার অর্থ এই কিংবদন্তীরা আপকে গ্রহণ করেছে। আর রয়েছে আপের লোগো ও স্লোগান, 'মাই ভোট ফর আপ টু চেঞ্জ দ্য নেশন' অর্থাৎ দেশকে বদলানোর জন্য আমার ভোট আপের জন্য। এই পোস্টারটি আপ কর্তৃক প্রকাশিত। যা নিয়ে আবারও বিতর্কে আম আদমি পার্টি।
এই পোস্টারটি দেখেই বিরক্ত আমির খান সোজা চিঠি লিখে বসেছেন নির্বাচন কমিশনের কাছে। আমিরের মত না নিয়েই তার সঙ্গে আলোচনা না করে আম আদমি পার্টির তরফে কীভাবে এমন একটি পোস্টার ছাপা হল, আমির প্রশ্ন তুলেছেন তা নিয়ে। এবিষয়ে নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন আমির।