চলতি বছরের এপ্রিলের মধ্যেই বিয়ে করবেন হলিউড জুটি অ্যাশটন কুচার এবং মিলা কিউনিস। তবে কোনো ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে নয়, তাদের বিয়ে হবে নিবন্ধন অফিসের চুক্তিপত্রে সই করে। মার্চের শুরুতে আংটি বদল করে বাগদান করেছিলেন কুচার-কিউনিস। এরই মধ্যে খবর আসে, মা হবেন কিউনিস। তাই সন্তানের জন্মের আগেই গাঁটছড়া বাঁধতে চান এই হবু দম্পতি। এপ্রিলের মধ্যেই লস আঞ্জেলেসের এক নিবন্ধন অফিসে গিয়ে বিয়ে করবেন তারা। নিজেদের সম্পর্ককে আইনগত বৈধতা দিতে পারলেই খুশি কুচার-কিউনিস।
জাঁকজমক করে বিয়ে করার কোনো ইচ্ছাই নেই এ জুটির। বিশেষ করে কিউনিস চাচ্ছেন না আড়ম্বরপূর্ণ বিয়ের অনুষ্ঠান করতে।