হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ বলেছেন, জীবনে সব নারীরই কোনো না কোনো সময়ে অন্য নারীর প্রতি আসক্তি জন্মায়। এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। বিশ্বজুড়ে সমকামিতা নিয়ে যখন বিতর্ক ও সমালোচনার ঝড় বইছে, ঠিক এ সময় চল্লিশোর্ধ এই অভিনেত্রীর খোলাখুলি বক্তব্য অনেকেরই কপালে ভাঁজ ফেলেছে।
ক্যামেরন ডিয়াজ বলেছেন, নারীরা সুন্দর। আমি মনে করি, সব নারীই জীবনের কোনো না কোনো সময় অন্য নারীর প্রতি যৌন আকর্ষণ বোধ করেছেন। এটা খুবই স্বাভাবিক একটা অনুভূতি।