দীর্ঘ দেড় বছরের বিরতি শেষে আগামী আগষ্টে রুপালী পর্দায় ফিরতে যাচ্ছেন পাতৌদির পুত্রবধূ ও বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ছবির নাম 'সিংহাম-২'। আগামী মাসেই এ ছবির শুটিং শুরু করবেন তিনি।
জানা গেছে, এ ছবিতে কারিনাকে মারাঠি ভাষায় সংলাপ উচ্চারণ করতে দেখা যাবে। তাই তিনি তার চরিত্রটি বাস্তবসম্মত করে ফুটিয়ে তুলতে মারাঠি ভাষা শিখছেন। এর আগে নিজের চরিত্র নিয়ে এত ভাবতে দেখা যায়নি কারিনাকে। রোহিত শেঠির পরিচালনায় এ ছবিতে কারিনার বিপরীতে অভিনয় করবেন অজয় দেবগন।
রোহিত শেঠি বলেন, "এ বছরের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তি পাবে। এতে কারিনাকে মহারাষ্ট্রের এক মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন দর্শক। আশা করছি, কারিনা ও অজয় 'সিংহাম-২' ছবিতে আবারো নতুন কোনো রেকর্ড গড়তে পারেন।"