প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় প্রয়াত হয়েছেন। কিন্তু রয়ে গেছেন বাংলাভাষীদের অন্তরে, প্রাত্যহিক পাঠ্যে। তার রচিত গল্প-উপন্যাস নিয়ে নাটক-চলচ্চিত্র হচ্ছে নিয়মিত। কিন্তু নিজের জীবনই যে নাটক হয়ে যাবে তা কি ভেবেছিলেন কখনো! সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নাটক মঞ্চে এসেছে, তিনি নিজেও বুধসন্ধ্যার নাটকে অভিনয় করেছেন মঞ্চে। এবার তাকে নিয়েই তৈরি হচ্ছে মঞ্চনাটক। কলকাতার বেলঘরিয়ার নাট্যদল হাতেখড়ির প্রযোজনায় এতে সুনীলের ভূমিকায় অভিনয় করবেন শঙ্কর চক্রবর্তী। নিজের ভূমিকায় কিছুক্ষণ অভিনয়ের জন্য মঞ্চে আসবেন সুনীল-পত্নী স্বাতী গঙ্গোপাধ্যায়। মূলত স্বাতী চরিত্রে অভিনয় করবেন সোনালি চক্রবর্তী। চিরঞ্জীব বসুর লেখা ও দেবাশীষ ঘোষ দস্তিদারের নির্দেশনায় 'সুনীল গঙ্গোপাধ্যায়' নামের নাটকটি মঞ্চে আসছে আগামী ১১ এপ্রিল। এ নাটকের সঙ্গীত বিন্যাস করছেন ভূমি ব্যান্ডের সুরজিৎ চট্টোপাধ্যায়। আবহসঙ্গীতের পাশাপাশি থাকছে 'মন রে কৃষি কাজ জানো না', 'কী ঘর বানাইছে দেখো সাহেব কোম্পানি', 'লাল পাহাড়ির দেশে যা' গানগুলো। এ ছাড়া নাটকের জন্য সুনীলের 'আমাকে টান মারে রাত্রি জাগা নদী' কবিতায় সুরারোপ করেছেন সুরজিৎ।