পাকিস্তান যাওয়ার আমন্ত্রণ পেলেন অমিতাভ ও ক্যাটরিনা কাইফ। তবে তারা কোনও সিনেমার শ্যুটিং করতে যাচ্ছেন না। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক মেল বন্ধনের উদ্দেশ্যে লাহোরের এক আনুষ্ঠিক বৈঠকে অংশ নিতেই ক্যাট ও বিগবিকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান সরকার।
জানা যায়, শুধু অমিতাভ ও ক্যাটরিনাই নয়, ভারতের সাংস্কৃতিক জগতের প্রায় ২১ জন শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পাকিস্তানে অমিতাভ ও ক্যাটরিনার জনপ্রিয়তা এত বেশি যে তারা দু'জনে গেলে এই সাংস্কৃতিক বৈঠক নতুন মাত্রা পাবে। পাকিস্তানের সাংস্কৃতিক মহল মনে করে, দেশটিতে ভারতীয় সংস্কৃতির প্রসার এবং ভারতে পাকিস্তানী সংস্কৃতির প্রসারই এই বৈঠকের অন্যতম লক্ষ্য।