বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে দেশের গান তৈরি করলেন অভিজিৎ জিতু। ইশতিয়াক আহমেদের কথায় ৭ শিল্পী গেয়েছেন গানটি। শিল্পীরা হলেন পারভেজ, রাজীব, কর্ণিয়া, শশী, টিনা, রুবেল এবং তাসনুভ। গানটি সম্পর্কে অভিজিৎ জিতু বলেন, 'সাম্প্রতিক সময়ে বিদেশি পতাকা নিয়ে অতি উৎসাহী কিছু তরুণদের মাতামাতির বিরুদ্ধে আমাদের এই গান। আমাদের চাওয়া, আমাদের পতাকাই কেবল আমাদের আকাশে উড়ুক।'
'আমার আকাশ আমার পতাকা' এই শিরোনামের গানটি বিভিন্ন রেডিওতে ইতোমধ্যে প্রচারিত হচ্ছে। এর ভিডিওর কাজও চূড়ান্ত। ঢাকা এবং ঢাকার বাইরে চিত্রায়িত ভিডিওটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ নিজে। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছে জনপ্রিয় শিশু শিল্পী রণন কে রয় চৌধুরী। ভিডিওটি অচিরেই বিভিন্ন টিভি চ্যানলে প্রচার হবে।