এখন পর্যন্ত বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে এই সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির। তবে কোনো ছবিতেই মাহিকে একসঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। জাকির হোসেন রাজু পরিচালিত 'দবির সাহেবের সংসার' ছবিতে মাহিয়া মাহিকে একসঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে মাহিকে প্রথম দেখা যাবে কাজের মেয়ে চুমকী চরিত্রে। পরে ঘটনাক্রমে জানা যাবে চুমকী মূলত একজন নৃত্যশিল্পীর ঘরে বড় হয়েছে, নাম যার ডেইজি। কিন্তু তাও সত্য নয়। তার নাম প্রতীক্ষা। আর কে এই প্রতীক্ষাই হচ্ছে ছবিটির মূল গল্প। ছবিটির তিনটি চরিত্রে অভিনয় প্রসঙ্গে মাহি বলেন, একই ছবিতে তিনটি চরিত্রে অভিনয় করা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং-ই ছিল। তবে রাজু স্যার আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। পাশাপাশি ইউনিটের সবার আন্তরিক সহযোগিতা তো ছিলই। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে ছবিটি হলে গিয়ে দেখার জন্য। আমার বিশ্বাস অনেক অনেক ভালো লাগবে ছবিটি।