প্রয়াত নির্মাতা তারেক মাসুদ স্মরণে প্রতিষ্ঠিত তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রর প্রথম প্রযোজনা 'আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা' নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়নের মধ্য দিয়েই তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র সংগঠনটির আত্মপ্রকাশ ঘটবে। আমেরিকান নাট্যকার লুইজি ব্রায়ান্টের 'দ্য গেইম' অবলম্বনে রচিত এ নাটকটির অনুবাদ ও নির্দেশনা দিচ্ছেন রুবাইয়াৎ আহমেদ। প্রথম প্রযোজনা প্রসঙ্গে তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রাহমান মাসুদ বলেন, ২০১৩ সালের ৫ জানুয়ারি শিল্পকলা একাডেমির সবুজ মাঠে এক সভায় তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র সংগঠনটি কাগজ-কলমে প্রতিষ্ঠা পায়। একজন থিয়েটারকর্মী হিসেবে এ ধরনের সংগঠন দাঁড় করাতে পেরে আমি ধন্য। আশা করি আমাদের প্রথম প্রযোজনাটি দর্শকদের মুগ্ধ করবে।
'আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা' নাটকটির গল্পে দেখা যাবে এক তরুণ কবি ও তরুণী নৃত্যশিল্পী আত্দহত্যার জন্য একই স্থানে আসেন। সেখানে তাদের নিয়ে খেলায় মেতে ওঠে দুই অতিলৌকিক চরিত্র জীবন ও মৃত্যু। জীবন চায় তাদের বাঁচাতে আর মৃত্যু নিতে চায় ছিনিয়ে। অবশেষে নানা ঘটনার মধ্য দিয়ে জয়ী হয় জীবন। আর তরুণ-তরুণী পরস্পরের মধ্যে খুঁজে পায় কাঙ্ক্ষিত মানুষের সন্ধান। তারা একে অন্যকে ভালোবেসে ফেলে। এক পর্যায়ে তারা আত্দহত্যা না করে বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়।