জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুন চলচ্চিত্রের পাশাপাশি ব্যস্ত রয়েছেন ছোটপর্দা নিয়ে। নাটকে অভিনয় তো করছেনই, নতুন বিজ্ঞাপনেরও মডেল হয়েছেন তিনি। নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় একটি প্রসাধনীর বিজ্ঞাপনে নতুন রূপে দেখা যাবে নিপুনকে। তিনি বলেন, 'সবসময়ই চেষ্টা করেছি আমি ভালো প্রোডাক্টের ভালো গল্পের বিজ্ঞাপনে কাজ করতে। বিজ্ঞাপনটির কনসেপ্ট শুনার পর ভালো লেগেছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে।' এদিকে বাপ্পারাজের পরিচালনায় 'কার্তুজ ' ছবির কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন নিপুণ। এছাড়া মোহাম্মদ হোসেন পরিচালিত 'আই ডোন্ট কেয়ার' ছবির আউটডোর শুটিংয়ের কাজও শেষ করেছেন নিপুণ।