হলিউডের তারকা হওয়ার স্বপ্ন দেখেছিলেন প্রিন্সেস ডায়ানা। স্বপ্ন পূরণের জন্য প্রেমিক ও চলচ্চিত্র প্রযোজক দোদি আল ফায়েদের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনাও করেছিলেন তিনি। কিন্তু তার আগেই ১৯৯৭ সালে প্যারিসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন ডায়ানা ও দোদি। সম্প্রতি ডায়ানা সম্পর্কে চমকপ্রদ এ তথ্য জানিয়েছেন 'রবিনহুড' খ্যাত অস্কারজয়ী হলিউডের অভিনেতা, নির্মাতা ও প্রযোজক কেভিন কস্টনার। ১৯৯২ সালে মুক্তি পেয়েছিল কেভিন কস্টনার ও প্রয়াত হুইটনি হিউস্টন অভিনীত ব্যবসাসফল ছবি 'দ্য বডিগার্ড'। ছবিটির সিক্যুয়েলে ডায়ানার সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের কথা হয়েছিল বলেই জানিয়েছেন কেভিন।