অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। কারণ গত সপ্তাহে তার মুক্তিপ্রাপ্ত ‘তোকে ভালোবাসতেই হবে’ ছবিটির ব্যবসা সফলতায় সন্তুষ্ট তিনি। সন্তুষ্ট পরিচালক রাজু চৌধুরীও। ছবিতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা সাহারা। এ নায়িকার এটিই ছিল সর্বশেষ ছবি। তাই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের মাত্রাটা ছিল একটু বেশি। তবে জায়েদ তার ভক্তদের মোটেও হতাশ করেননি। দীর্ঘদিন পর দর্শকদের আমোদিত করার মতো একটি ছবি উপহার দিয়েছেন তিনি। অভিনয়ের মাধ্যমে কুড়িয়েছেন সুনাম।
বর্তমানে যে কয়জন নায়ক আলোচনায় রয়েছেন তার মধ্যে জায়েদ খান অন্যতম। সম্প্রতি জায়েদ খানের দুটি ছবি রিলিজ হয়েছে। ‘দাবাং’ ও ‘তোকে ভালোবাসতেই হবে’ নামের এই ছবি দুটি সর্বাধিক হলে মুক্তি পেয়ে দর্শকদের কাছে জাযেদ খানের নতুন এক চাহিদা সৃষ্টি করেছে। যদিও ‘দাবাং’ ছবির গল্প, পোস্টার ও উপস্থাপন নিয়ে অনেক তর্ক ও সমালোচনা আছে। এ নিয়ে বেশ কয়েকবার সমালোচনার মুখেও পড়েছেন তিনি। এতকিছুর পরও হাউজফুল বা ব্যবসায়িক সমীকরণে ‘তোকে ভালোবাসতেই হবে’ ছবিটি সাফল্য লাভ করেছে। তাই দর্শক গ্রহণযোগ্যতার বিচারে তাকে গ্রহণযোগ্য নায়কের জায়গায় রাখা হচ্ছে। এ বছর জায়েদ খানের ৫টি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি ছবির জন্য প্রযোজরা কড়া নাড়ছেন তার দরজায়।
মুক্তি প্রতীক্ষিত ছবি ‘প্রেম করব তোমার সাথে’ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিন জায়েদ বলেন, ‘এ ছবিটির ব্যাপারেও আমি আশাবাদী। আমার আর মমর নতুন কেমিস্ট্রি ফিল্মপাড়ার ইমেজকে বদলে দেবে বলে আমার বিশ্বাস।’