১১ এপ্রিল 'বুনোহাঁস' ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মুক্তি পাচ্ছে না ছবিটি। মুক্তি পাবে আরও কিছু দিন পর। এমনটাই জানালেন ছবিটির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে এবং প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে টলিউডের এ ছবিটি। আর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন দেব। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ছবিটির শুটিং হয় বাংলাদেশের বিভিন্ন লোকেশনে। এর পর থেকেই ছবিটির প্রতি এ দেশের মানুষের আগ্রহের মাত্রা বাড়তে থাকে। ছবিটির মুক্তি প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরিচালক অনিরুদ্ধ রায় বলেন, আগের পরিকল্পনা অনুযায়ী বড় পর্দায় উঠছে না 'বুনোহাঁস'। একদিকে ভারতের লোকসভা নির্বাচন অন্যদিকে ছবিটির সাউন্ডের কাজ কিছুটা বাকি থাকায় পিছুটান দিয়েছি। সহকর্মীরাও আমার সঙ্গে একমত হয়েছেন। তাদের মতে, এই সময় মুক্তি পেলে হিতে বিপরীত হতে পারে।'