আজ থেকে এফএম রেডিও স্টেশন ঢাকা এফএম ৯০.৪-এ শুরু হচ্ছে অপরাধ জগতের নানা খুঁটিনাটি নিয়ে অনুষ্ঠান 'অন্ধকারের গল্প'। অনুষ্ঠানের প্রতি পর্বে অপরাধের সঙ্গে জড়িত কিংবা অপরাধের শিকার বিভিন্ন ভিকটিম তাদের কথা বলবেন। অপরাধীদের নিজস্ব জগতের বাইরেও তাদের রয়েছে পরিবার, মা-বাবা, ভাই-বোন। জীবনের সব টানাপড়েন আর অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার সব গল্পই শোনাবেন এসব অপরাধী ও ভিকটিমরা। অনুষ্ঠান সম্পর্কে 'অন্ধকারের গল্পে'র প্রডিউসার সাদেক সামি বলেন, 'অপরাধীরাও আমাদের সমাজের অংশ, নানা কারণে তারা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। অনুষ্ঠানের পুরোটাই প্রায় তিন ঘণ্টাজুড়ে থাকবে অপরাধীর নিজের বক্তব্য। অপরাধীরাও যে সুযোগ পেলে ভালো হতে চান থাকবে সেসব বিষয়ও।'
অনুষ্ঠানটি আজ থেকে প্রতি শনিবার রাত ১১টায় প্রচার হবে।