‘আশিকি টু’ ছবির ব্যাপক সাফল্যের পর শ্রদ্ধা-আদিত্য বেশ ঘনিষ্ঠ৷ এমনকি লোকে প্রায় ধরেই ফেলেছিল, দু’জনের প্রেমকাব্য শুধু স্ক্রিনে নয়, বাস্তবেও দানা বাঁধতে শুরু করেছে৷ লোকের কথাকে সঙ্গে নিয়ে বেশ কয়েকবার মুম্বাইয়ের আনাচে-কানাচে দেখা গিয়েছিল এই আশিকি জুটিকে৷ কিন্তু ওই যে সেলিব্রিটিদের একই ঢং৷ কিছুতেই স্বীকার করবেন না প্রেম কাব্য৷ তবে বেশিদিন প্রেমের আগুন চেপে রাখা যায় না। সম্প্রতি মুম্বাইয়ের এক হোটেল থেকে মধ্যরাতে বেরুতে গিয়ে পাপারাজ্জিদের চোখে ধরা পড়ে গেলেন শ্রদ্ধা-আদিত্য জুটি। সঙ্গে সঙ্গে ক্যামেরায় ক্লিক....ক্লিক।
বারে বারে প্রেমিক-প্রেমিকা বদলানো আর প্রেমের বিষয় অস্বীকার করা বলিউডের নায়ক-নায়িকাদের এক চিরাচরিত অভ্যাস। প্রেমও করবে কিন্তু স্বীকার করবে না৷ তাপর লোকচক্ষে ধরা পড়লে, পাপারাৎজিদের দোষ নইলে আমরা তো বন্ধু বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা! এতদিন নিন্দুকেদের নিন্দার তীর ক্যাটরিনা-রণবীরের দিকেই শানিত হচ্ছিল৷ তবে রণবীর-ক্যাটরিনা থেকে কাব্য সরে গিয়ে আপাতত আটকে গেছে আলিয়া ভাট-অর্জুন এবং শ্রদ্ধা কাপুর ও আদিত্য রয় কাপুরের দিকে৷
বেশ কিছুদিন ধরেই টোপ ফেলছিল পাপারাজ্জিদের দল। কিন্তু শিং মাছের মতো বার বার হাত ফসকে বেরিয়ে যাচ্ছিলেন দু'জন। শেষমেশ মুম্বাইয়ে এক হোটেলে মধ্যরাতে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন দুই আশিকি মক্কেল! জানা গেছে, মুম্বাইয়ের এক জনপ্রিয় পাঁচতারা হোটেলে নাকি রুম বুক করেছিলেন আদিত্য-শ্রদ্ধা৷ বেশ কয়েকঘণ্টা সময়ও কাটিয়েছেন হোটেল রুমে৷ কিন্তু পাপারাজ্জিদের হাতে পড়ে দ্রুত চম্পট দিয়েছেন দু’জনে৷ সংবাদমাধ্যমকে অবশ্য দু’জনেই জানিয়েছেন, এই ঘটনা মিথ্যে৷ ‘আশিকি টু’য়ের পর থেকে নাকি দু’জনের কোনও সর্ম্পকই নেই!