নির্মাতা সৌমিক বন্দ্যোপাধ্যায় আপাতত বেশ ব্যস্ত তার নতুন ধারাবাহিক 'গৌরি দান'-এর শুটিং নিয়ে। বোলপুরে পুরো শুটিং টিম নিয়ে সৌমিক চুপচাপ সিরিয়ালের কাজ সেরে ফেললেও শেষমেশ গোপন রাখতে পারেননি এই ধারাবাহিক জনপ্রিয় হিন্দি মেগা 'বালিকা বধূ'র বাংলা সংস্করণ!
তবে পরিচালক সৌমিক একথা মানতে রাজি নন। তিনি জানিয়েছেন, গৌরি দান কখনোই হিন্দি বালিকা বধূ'র বাংলা সংস্করণ নয়। স্টোরি লাইন একদম আলাদা। তবে হ্যাঁ, যেহেতু গৌরি দান ব্যাপারটা বালিকা বধূর মতোই তাই কিছুটা মিল থাকতেই পারে।
ধারাবাহিকটিতে দেখা যাবে নতুন মুখ তোর্ষাকে। এছাড়া রয়েছেন অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়ও।