আলিয়া ভাটকে অনেকে তরুণী ভাবতেও রাজি নন। বয়স তো খুব বেশি নয়। আর সেই আলিয়া এখন চুমুর গল্পের আসর বসিয়েছেন। প্রেমে মেতেছেন। অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে ডেটিং করে বেড়াচ্ছেন। সবার সামনে আলিয়াকে চুমু খেয়ে বসলেন অর্জুন। জানা গেছে, আপকাপিং ফিল্ম 'টু স্টেটস'র প্রমোশনের জন্য দুজনে গিয়েছিলেন একটি কলেজে। ছাত্রদের মধ্যে থেকে ভুলেই গিয়েছিলেন তারা ছবির প্রমোশনে এসেছেন। আবেগীয় মুহূর্তে সবার সামনেই আলিয়াকে চুমু দিয়ে দিলেন। এখানেই শেষ নয়, দুজনের চোখে চোখে ইশারাও নজর এড়ায়নি কারোরই। এদিকে দুজনে যে চুটিয়ে ডেটিং করছেন তার প্রমাণ টুইটারও।