টানা ২০ বছর ধরে শাহরুখ খানের সঙ্গে পরিচালক করণ জোহরের বন্ধুত্ব ছিল। কিন্তু সেই দীর্ঘদিনের বন্ধুত্বে এবার ফাটল ধরেছে। এই ভাঙনের কারণটা হচ্ছেন সালমান খান। 'কফি উইথ করণ' টক শোতে সালমান খানকে আমন্ত্রণ জানানোর কারণে এবার বন্ধুর ওপর ভীষণ চটেছেন কিং খান।
যদিও করণের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, দুজনের মধ্যে কোনো বিরোধ নেই। এক প্রতিবেদনে করণ বলেছেন, কিং খানের সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতোই ঘনিষ্ঠ। তাঁদের দুজনের মধ্যকার গত ২০ বছরের বন্ধুত্বের সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না।
যদিও আসল কাহিনী ভিন্ন। শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘কফি উইথ করণ’ টক শোতে শাহরুখ আর অতিথি হবেন না। যদিও আগের সবগুলো সিজনে তিনি করণের অতিথি হয়ে গিয়েছিলেন।
বলা হচ্ছে, করণ এই সিজনে তাঁর টক শোতে সালমানকে আমন্ত্রণ জানিয়েছেন। আর এতে ভীষণ ক্ষেপে গিয়েছেন শাহরুখ। এবং তাঁর জনপ্রিয় কফি উইথ কারানে অংশ নিতেও অস্বীকৃতি জানিয়েছেন শাহরুখ।