পুরো ভারতের ১৪ টি শহরের ২৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইন্ডিয়া ২০১৪-এর মুকুট পরলেন কোয়েল রানা। ৫ এপ্রিল জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৪'র এই বিজয়ীর নাম ঘোষণা করা হল। প্রথম রানার আপ হয়েছেন ঝাটালেকা মালহোত্রা। দ্বিতীয় রানার আপ হয়েছেন গেইল নিকোল দা সিলভা। মিস ইন্ডিয়ার মুকুট জেতায় কোয়েল চলতি বছরে অনুষ্ঠেয় সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড-এ ভারতের প্রতিনিধিত্ব করবেন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ভারতের চলচ্চিত্র তারকা অভয় দেওল, জ্যাকুলিন ফার্নান্দেজ, বিদ্যুৎ জামওয়াল, অদিতি রাও হায়দারি, মালাইকা অরোরা খান, ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা, র্যাপার ইয়ো ইয়ো হানি সিং, মিস ওয়ার্ল্ড ২০১৩ জয়ী মেগান ইয়ং ও বক্সার বিজেন্দর সিং।
এই অনুষ্ঠানটি কালারস টেলিভিশন ১৩ এপ্রিল সন্ধ্যায় সম্প্রচার করা হবে।