এক সময়ের আলোচিত জুটি ওমর সানি ও মৌসুমী। দুজন প্রেমে জড়িয়ে সংসারও পেতেছেন। সানি-মৌসুমী এবার একটি বিজ্ঞাপনের মডেল হলেন। আরএফএলের এ বিজ্ঞাপনচিত্রটিতে এ দম্পতির দুই সন্তানের উপস্থিতি না থাকলেও তাদের প্রসঙ্গ রাখা হচ্ছে। এটি নির্মাণ করছেন টিটু রহমান। তিন দিন ধরে রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিও ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দৃশ্যধারণে অংশ নেন মৌসুমী ও ওমর সানি।
মৌসুমী বললেন, 'প্রথমবারের মতো কাজ করছি আরএফএলের বিজ্ঞাপনচিত্রে। এতে সত্যিকারের মৌসুমীকে দেখতে পাবেন দর্শক। থাকছে আমার জীবনের কিছু খণ্ডচিত্র।'
ওমর সানি বলেন, চলচ্চিত্রের মতো বিজ্ঞাপনেও দর্শক আমাদের জুটিকে সাদরে গ্রহণ করবে। চমৎকার একটি বিজ্ঞাপন হয়েছে এটি।
কয়েক দিনের মধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে এর প্রচার শুরু হবে। উৎপাদন ও বিপণনভিত্তিক প্রতিষ্ঠান আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। এ বছরের শুরুর দিকে প্রতিষ্ঠানটির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন চিত্রনায়িকা মৌসুমী।