প্রথমবারের মত পহেলা বৈশাখের নাটকে অভিনয় করলেন তরুণ অভিনেতা ওয়াসিম। বি ইউ শুভর পরিচালিত নাটকটির নাম ‘অদৃশ্য ভালবাসা’। এর গল্প লিখেছেন জামসেদ শামিম।
ওয়াসিম ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব, মম, রুমুসহ আরও অনেকে।
ভালবাসার গল্প নিয়ে নির্মিত এ নাটকটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। আগামি পহেলা বৈশাখে যে কোনো একটি চ্যানেলে নাটকটি প্রচার হবে।