মকবুল হোসেন পাইকের একক অ্যালবাম 'প্রথম প্রেম' প্রকাশ হলো। এতে একটি ডাবল ভার্সনসহ ১২টি গান রয়েছে। গানের কথা লিখেছেন শিল্পী নিজেই। সুর দিয়েছেন রাজিব। এগুলোর মধ্যে প্রেম, আধ্যাত্দিক ও বিষয়ভিত্তিক গান রয়েছে। এর আগে পাইকের 'মাটির পিঞ্জিরার মাঝে', 'রাখাল বন্ধু', 'হৃদয়ে কিশোর কুমার' শিরোনামে তিনটি একক গান এবং 'হৃদয়ে ৭১' নামের একটি আবৃত্তির অ্যালবাম প্রকাশ হয়। 'প্রথম প্রেম' প্রকাশ করেছে লেজার ভিশন। এ প্রসঙ্গে তিনি বলেন, একটু ভিন্ন সাজে অ্যালবামটি সাজিয়েছি। আশা করছি ভালো লাগবে।