কালার
রায়হান খানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'কালার'। এতে অভিনয় করেছেন- তারিক আনাম খান, তানিয়া আহমেদ, আরফান, রুমা, পিয়া, মিশু সাবি্বর, নাঈম, হাসীন, সামিহা, আ খ ম হাসান, ইমি, শায়না প্রমুখ। এই নাটকের অন্যতম আকর্ষণ বর্তমান প্রজন্মের বাংলাদেশের সুপার মডেল রুমা, পিয়া ও ইমি একসঙ্গে এই ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এসএ টেলিভিশনে প্রচার হবে আজ রাত ৮টা ৩০ মিনিটে।
সোনালী মেঘের ভেলা
এম আসলাম লিটনের রচনা ও তৌহিদ খান বিপ্লব ও মনিরুজ্জামান লিপনের পরিচালনায় ধারাবাহিক নাটক 'সোনালী মেঘের ভেলা'। নাটকটি প্রচার হবে দেশ টিভিতে আজ রাত ১০টা ৩০ মিনিটে। এতে অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর, আরমান পারভেজ মুরাদ, দীপা খন্দকার, ওয়াহিদা মলি্লক জলি, মাসুদ আলি খান, তানিয়া হোসাইন, দিহান, শাহাদাত হোসেন, তৃপ্তি চক্রবর্তী, সারা যাকের প্রমুখ।
থার্ড আই
শেষ হচ্ছে এটিএন বাংলার প্রচার চলতি ধারাবাহিক নাটক 'থার্ড আই'। আজ রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিকটির শেষ পর্ব।
রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও পরিচালনায় ধারাবাহিকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শাহেদ শরীফ খান, নাদিয়া, শামসুল আলম বকুল, চিত্রলেখা গুহ, ফারুক আহমেদ, মাহামুদুল ইকবাল মিন্টু, জাবেদ আলি, তানিয়া প্রমুখ। থার্ড আই ধারাবাহিকটির গল্প মূলত গোয়েন্দা কাহিনী। ভিন্ন ভিন্ন গল্প নিয়ে এই ধারাবাহিকটি রচিত, বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ, দূরদৃষ্টি সম্পন্ন যৌক্তিক ব্যাখ্যা নিয়ে এই নাটক।
রাত বিরাতে
ভিন্নধর্মী স্ট্রিট শো 'রাত বিরাতে'র এবারের পর্বের অতিথি অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। রাতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি উপস্থাপকের সঙ্গে তার স্মৃতিবিজরিত স্থানে বেড়িয়েছেন এবং শুনিয়েছেন বেশ কয়েকটি গান। কবি আসাদ চৌধুরীর উপস্থাপনায় বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে 'রাত বিরাতে'র এই পর্বটি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাওনাইন সৌরভ।
ভাঙ্গাতরী
মোহনা টিভিতে দেখবেন ধারাবাহিক নাটক ভাঙ্গাতরী। নাটকটি প্রচার হবে রাত ১১টা ১৫ মিনিটে। নাটকটি মূলত সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটের ঘটনা নিয়ে নির্মিত। নাটকটি রচনা করেছেন অধ্যাপক জাকির হোসেন। নাটকটি পরিচালনা করেছেন শাহীন মাহমুদ। অভিনয় করেছেন শাহেদ শরিফ, মৌসুমী বিশ্বাস, ফজলুর রহমান বাবু, আবুল হায়াত, অরুণা বিশ্বাস, দীপা খন্দকার প্রমুখ।
শোধ
শাহদাৎ হোসেন সুজনের পরিচালনায় এবং সৌরভের রচনায় জিটিভির প্রতিদিনের ধারাবাহিক নাটক 'শোধ'। ধারাবাহিকটি জিটিভিতে সপ্তাহের প্রতি শনি থেকে মঙ্গলবার রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হয়। প্রতিদিনের এই ধারাবাহিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল মামুন, নিমা রহমান, মৌসুমী নাগ, শোয়েব, ফারজানা ছবি, মুনিয়া, স্নিগ্ধা, আরমান পারভেজ মুরাদ, জয়শ্রীকর জয়া, ইউসুফ রাসেল এবং আরও অনেকে। ইয়াসিন সাহেবের বাড়িতে আজ খবরের কাগজের একটা খবর দেখার পরে তার তিন মেয়েসহ সবাই আনন্দে।
লঙ্গরখানা
ধারাবাহিক নাটক 'লঙ্গরখানা'-এর শেষ পর্ব বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৮টা ১৫ মিনিটে। বদরুল আনাম সৌদের রচনা ও নরেশ ভূঁইয়ার পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, সাজু খাদেম, জিতু আহসান, সানজিদা প্রীতি, প্রাণ রায়, গোলাম ফরিদা ছন্দা, মৌসুমী নাগ, মঈন আহমেদ, সমাপ্তী মিশুক, নিশা, স্বচ্ছ, শুভাশীষ ভৌমিক প্রমুখ। হামিদা বেগম বিগত ২৬ বছর ধরে মোতালেব মিঞার সঙ্গে সংসার করছেন। তাদের দুই ছেলে ও দুই মেয়ে।
যোগাযোগ গোলযোগ
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক 'যোগাযোগ গোলযোগ'। নাটকটি প্রতি সোম ও মঙ্গলবার প্রচার হচ্ছে। এজাজ মুননার রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- আফজাল শরীফ, আবদুল কাদের, আজাদ আবুল কালাম প্রমুখ।