'অলীক সুখ' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী [সমালোচক] হিসেবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড [পূর্ব] জিতেছেন। অনুভূতি?
ভালো লাগছে খুব। ফিল্ম ফেয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ, তারা বাংলা চলচ্চিত্রের জন্যও পুরস্কার চালু করেছেন। বাংলা চলচ্চিত্রের চলার পথ এতে আরও মসৃণ হবে।
আপনি নাকি বিদ্রোহী মনোভাবের?
আর আমি বিদ্রোহী নই। উচিত কথাটা মুখের ওপর বলে দিই। এতে অনেকে কষ্ট পান।
গত কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে নাকি ক্ষেপেছিলেন খুব?
প্রতিবাদ করেছি। উৎসবে পঞ্চকন্যা শিরোনামে পাঁচ বাঙালি অভিনেত্রীকে সম্মাননা দেওয়া হয়েছে। সেখানে সুস্মিতা সেন, বিপাশা বসু, রানী মুখার্জি, মৌসুমী চট্টোপাধ্যায় এবং কোয়েল মলি্লককে সম্মাননা দিয়েছে। আমি জানি না কেন আয়োজকরা দেবশ্রী রায় বা আমাকে এই সম্মাননার জন্য যোগ্য মনে করলেন না। রানী মুখার্জি-বিপাশা বসুরা কলকাতার চলচ্চিত্রশিল্পের জন্য কী করেছেন? আমরা বাংলা চলচ্চিত্রশিল্পকে বিশ্ব মানচিত্রে ঠাঁই দিয়েছি। আমি জানতে চাই, কীসের ভিত্তিতে এই পঞ্চকন্যা নির্বাচন করা হয়েছে? আমার কোনো কাকা, মামা বা দাদা নেই। বহু সংগ্রাম করে নিজের অবস্থান তৈরি করেছি, জাতীয় পুরস্কার পেয়েছি।
আপনার তো অনেক বদনাম। 'পারাপার' ছবিতে অভিনয়ের সময় পাওলি দাম বেশ আপত্তিকর কথা বলেছিলেন।
আমি সব সময় আমার সহ-অভিনেতা-অভিনেত্রীদের উৎসাহ দিই। কেউ ভাব দেখালেও আমি আমার অবস্থান বদলাই না। তিনি যদি আমাকে উপেক্ষা করতে চান, সেটা তার সমস্যা। আমি আগে পাওলির সঙ্গে কাজ করিনি, আর তাকে আমি ভালো করে চিনতামও না। আমি সব সময়ই তার সঙ্গে ভালো ব্যবহার করেছি।
আপনার মূল ক্ষোভটা আসলে কিসে?
এখন তিনটি বাণিজ্যিক ছবিতে অভিনয় করেই কেউ কেউ মঞ্চে ডাক পান। তারাই সেখানে থাক। তারাই ভবিষ্যৎ। এটা নিয়ে দুঃখ নেই। তবে শাহরুখ খান বা মিঠুন চক্রবর্তীকে যদি শুধু একটি চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়, তারা আসবেন? এখানকার চলচ্চিত্রশিল্পের জন্য মিঠুন দার যত অবদান, তার অন্তত এক-চতুর্থাংশ অবদান আমারও আছে। আমার সঙ্গে কীভাবে তারা এমনটা করে?
তার মানে কলকাতা চলচ্চিত্র উৎসবে আপনাকে যোগ্য সম্মান দেওয়া হয়নি?
একটি আমন্ত্রণ পেয়েছিলাম। শুধু আমার লেটার বঙ্ েএকটি চিঠি পাঠিয়ে এমন আমন্ত্রণ জানানো যথেষ্ট নয়। একজন নবাগতও আমন্ত্রণ পায়। কেউ আমাকে ফোন করেনি, কোনো দায়িত্বও দেয়নি।
প্রসেনজিতের সঙ্গে অভিনয় করছেন না কেন?
আমি অনেক দিন ধরেই বলছি, আমাদের আর একসঙ্গে কাজ করার কোনো সম্ভাবনা নেই। কেন করব না, সেটা না হয় রহস্যই থাক।
অনেক শিল্পীই নির্বাচন করেছেন। আপনি?
বিজেপির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। আমি অরাজনৈতিক ব্যক্তি। আমাকে নিয়ে যেসব রাজনীতি হয়, সেগুলোই আমি সামাল দিতে পারি না। একটা দেশের রাজনীতি সামাল দেব কীভাবে?
- শোবিজ ডেস্ক