কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ [সিজেএফবি] এবং গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের যৌথ উদ্যোগে ৮ এপ্রিল অনুষ্ঠিত হলো '১৪তম ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান'। সিজেএফবি বাংলাদেশের পারফর্মিং মিডিয়ায় বিশেষ অবদানের জন্য এবার সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়া থেকে চলতি আসরে ৩টি করে মনোনয়ন পেয়েছেন মোট ৪৫ জন। আজীবন সম্মাননা পেলেন টেলিভিশন মিডিয়ার অপ্রতিদ্বন্দী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। ইউরো-সিজেএফবি বিশেষ সম্মাননা পেয়েছেন সাংবাদিকতায় গাজী টিভির বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান, মিডিয়া ব্যক্তিত্ব হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং পপ সংগীতে বিশেষ অবদানের জন্য ফেরদৌস ওয়াহিদ।
সংগীত বিভাগে বর্ষসেরা গায়কের পুরস্কার পেলেন হাবিব ওয়াহিদ, সেরা গায়িকা ন্যান্সি, সেরা সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, সেরা গীতিকার জাহিদ আকবর। চলচ্চিত্র বিভাগে 'মোস্ট ওয়েলকাম' ছবিতে অভিনয়ের জন্য সেরা নায়কের পুরস্কার পেয়েছেন অনন্ত জলিল। একই ছবিতে অভিনয়ের জন্য সেরা নায়িকার পুরস্কার লাভ করেছেন বর্ষা। সেরা ছবি নির্বাচিত হয়েছে 'মোস্ট ওয়েলকাম' এবং 'চোরাবালি'র জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রেদওয়ান রনি। টেলিভিশন বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন সজল, অভিনেত্রী বিন্দু, নাট্যকার জাকারিয়া সৌখিন, পরিচালক চয়নিকা চৌধুরী [খণ্ড], ধারাবাহিক নাটকের জন্য মাসুদ সেজান, পপুলার আর্টিস্ট অব টেলিভিশনের পুরস্কার পেয়েছেন ফারিয়া, মডেলিংয়ে যৌথভাবে শখ এবং মেহজাবিন, বিজ্ঞাপনচিত্র ইউরোকোলা এবং বিজ্ঞাপন নির্মাতা মাহফুজ আহমেদ।