দেশের আলোচিত পাক্ষিক ম্যাগাজিন বিনোদনধারা এবং ডিসিসিএ-এর যৌথ উদ্যোগে আগামী ২৬ এপ্রিল 'বিনোদনধারা ও ডিসিসিএ পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০১১-১২' জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে শ্রেষ্ঠ নাট্যকার সম্মাননা পাচ্ছেন কানাডা প্রবাসী কবি ও নাট্যকার সহিদ রাহমান। ২০১১ সালে সহিদ রাহমান রচিত ও শেখ রিয়াজউদ্দিন বাদশাহ প্রযোজিত পহেলা বৈশাখ উপলক্ষে বিটিভিতে প্রচারিত হয়েছিল বিশেষ নাটক 'ফিরে আসা'। নাটকটি সেরা দর্শক নন্দিত হওয়ার কারণে সহিদ রাহমানকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। এই অনুষ্ঠানে আরও সম্মাননা পাচ্ছেন ববিতা, রাইসুল ইসলাম আসাদ, রিচি সোলায়মান, শাওন, মমতাজ, শাকিলা জাফরসহ আরও অনেকে।