সুস্মিতা সেনের সেকেন্ড ইনিংস। বেশ কয়েক বছর রুপালি পর্দার বাইরে সাবেক বিশ্বসুন্দরী। আবার তিনি ফিরছেন। তবে বলিউডে নয়, বাংলায়। সাবেক এই বিশ্বসুন্দরী যখন বলিউড কাঁপাচ্ছেন, তখন বাংলার অনেকেই হা-হুতাশ করেছেন, আহা, সুস্মিতা সেনকে যদি বাংলায় পাওয়া যেত! অবশেষে সেটাই হতে চলেছে। আর কাকতালীয় বলতে হয়, ছবির নামও 'যদি এমন হতো'। সম্প্রতি সুস্মিতা জানিয়েছেন, তার বিরতিপর্ব শেষ হওয়ার মুখে। মাঝখানে বেশ কয়েক বছর তিনি শুটিংয়ের বাইরে। টলিউডের পরিচালক রূপালি গুহর পরিচালনায় কাজ করবেন। তিনিই মুখ্য ভূমিকায়। বেশ কয় বছর আগে তিনি বাংলায় কাজ করবেন, এমন খবর শোনা গিয়েছিল।