মেয়ে লর্ডস লিওনের অভিনয় প্রতিভায় মুগ্ধ হলেন 'পপ কুইন' মার্কিন গায়িকা ও অভিনেত্রী ম্যাডোনা। মায়ের সঙ্গে চেহারায় অদ্ভুত সাদৃশ্য রয়েছে ১৭ বছর বয়সী লর্ডসের। এবার ম্যাডোনার মতো অভিনয় প্রতিভারও পরিচয় দিল লর্ডস। সম্প্রতি সে 'এ ফ্লিয়া ইন হার ইয়ার' মঞ্চনাটকে ইউজিনি চরিত্রে অভিনয় করেছে। নাটকটি মঞ্চস্থ করে দ্য লা গার্ডিয়া পারফর্মিং আর্টস স্কুল। নাটকটিতে একজন গৃহপরিচারিকার চরিত্রে অভিনয় করে লর্ডস। মেয়ের অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক টুইটার বার্তায় ম্যাডোনা লেখেন, 'ওকে নিয়ে সত্যিই আমি অনেক গর্বিত। ওর সাবলীল অভিনয় দেখে মুগ্ধ আমি। আমি চাই ও অভিনয় করুক।'