পদাতিক নাট্য সংসদের সৈয়দ বদরুদ্দীন হোসাইন নাট্যোৎসবের দ্বিতীয় দিন গতকাল সন্ধ্যায় মঞ্চস্থ হলো মহাকাল নাট্য সম্প্রদায়ের ভিন্নধর্মী গল্পের নাটক 'প্রমিথিউস'।
আনন জামান রচিত ও মোস্তাফিজুর নুর ইমরান নির্দেশিত 'প্রমিথিউস' নাটকের অভিনয়শিল্পীরা হলেন মীর জাহিদ হাসান, সৈয়দ লুৎফর রহমান, মো. শাহনেওয়াজ, জাহিদুল কামাল চৌধুরী দিপু, উৎপল চক্রবর্তী, অনাবিল খিসা, ইকবাল চৌধুরী, পলি বিশ্বাস, সৈয়দ ফেরদৌস ইকরাম, আবুল কালাম আজাদ, শিখা দাশ, বাঁধন, জুয়েল, শিশির, অরুণ দাশ, সামিউল জীবন, জানেসার, সোহেল, মিঠুন, সোনিয়া, রিয়া, মাইনুল ইসলাম, সানামা, পূর্ণিমা ও ইমতু।